ফকীহ আবুল লাইছ (রহঃ) বলেছেন : হিংসা সমস্ত মন্দ কাজ থেকে অধিক ধ্বংসাত্নক। কারণ যার প্রতি হিংসা করা হয়, তার উপর হিংসার প্রভাব প্রতিভাত হইবার আগে হিংসুক নিজে পাঁচটি শাস্তিতে পতিত হয়ে যায় –
১। এমন চিন্তা-পেরেশানী হয়, যার কোন অন্ত নেই
২। এমন মুসীবত হয়, যাতে কোন ছওয়াব নেই
৩। চুতুর্দিকে শুধু নিন্দাই নিন্দা হয়, কোথাও কোন প্রশংসা হয় না
৪। আল্লাহ তা’আলার অসন্তষ্টী পতিত হয়
৫। তার জন্যে তওফিকের দ্বার বন্ধ হয়ে যায়।
সুত্র: তাম্বীহুল গাফেলীন