হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) হুজুর আকরাম রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)– এর হাদীস বর্ণনা করেন- দুনিয়ার তুমি গরীব বা মুছাফিরের ন্যয় জীবনাতিপাত কর এবং নিজেকে মৃতের মধ্যে গণ্য কর” – এ হাদীস বর্ণনা করে তিনি (রাঃ) হযরত মুজাহিদ (রহঃ) কে বললেন, সকাল বেলায় সন্ধ্যার এবং সন্ধ্যা বেলায় সকালের চিন্তা করো না, সুতরাং মওতের আগে হায়াতে এবং অসুস্থতার আগের সুস্থতার মধ্যে কিছু করে নাও। কেননা কালকে কী হবে, তা তুমি জান না, (অতএব যে ব্যক্তি আজকের কাজ কালকের জন্যে রেখে দেয়, সে সব সময়ের জন্যে চিন্তিত ও পেরেশান থাকে।
Posted inউত্তম সভাব-চরিত্র