বালেগা স্ত্রীলোকের গর্ভ হইতে বিনা কষ্টে মাসে মাসে যে রক্তস্রাব হয় উহাকে হায়েজ বলে। ৯বৎসর হইতে ৫৫ বৎসর বয়স পর্যন্ত স্ত্রীলোকের যে কোন রং এর রক্তস্রাবকে হায়েজ বলা হয়।
নয় বৎসরের কম বয়স্কা বলিকার রক্তস্রাব হইলে তাহা হায়েজ নয় বৎসরের কম বয়স্কা বালিকার রক্তস্রাব হইলে তাহা হায়েজ বলিয়া গণ্য হইবে না। পঞ্চান্ন বৎসরের ঊর্ধ্ব বয়স্কা স্ত্রীলোকের খুব বেশী লাল কিংবা কাল বর্ণের রক্তস্রাব হইলে উহা হায়েজ নয় বরং এস্তেহাজা তবে পঞ্চান্ন বৎসর বয়সের পূর্বেও যদি সবুজ মেটে বা হলদে রঙের রক্তস্রাব হওয়ার অভ্যাস থাকিয়া থাকে তাহা হইলে পরের ঐ রক্তকেও হায়েজ ধরিতে হইবে। পূর্বের অভ্যস্ত বর্ণের বিপরীত বর্ণ হইলে হায়েজ ধরা হইবে না।
Posted inহায়েজ / নেফাস