নিয়্যত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالى اَرْبَعَ رَكْعتِ صَلوةِ قَبْلِ الْجُمُعَةِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالى مُتَوَجِّهًا اِلى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবা’আ রাক’আ-তে সালাতে ক্বাবলিল জুমু’আতি। সুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবর।
এরপর ইমাম দু’টি খুৎবা পড়বেন এরপর জামা’আতের সাথে দুই রাকআত ফরয নামায আদায় করবেন। খুৎবা শ্রবণ করা ওয়াজিব, সুতরাং খুৎবা আরম্ভ হলে যে কোন প্রকার নামায পড়া নিষেধ।