১. হজ্জে আসগরঃ ওমরাহকে হজ্জে আসগর বা ছোটতর হজ্জ বলা হয়। বছরে যতবার যখনই ইচ্ছা ওমরাহ পালন করা যায়।
২. হজ্জে ইফরাদঃ শুধু হজ্জের নিয়্যতে ইহরাম বাঁধা। এ হজ্জে ওমরাহ নেই।
৩. হজ্জে তামাত্তুঃ পৃথক পৃথক ইহরাম দ্বারা হজ্জের মাসে ওমরাহ ও হজ্জ সম্পন্ন করা। এ হজ্জ আফাক্বী অর্থাৎ মীক্বাতের বাইরে অবস্থানকারীদের জন্য।
৪. হজ্জে ক্বিরানঃ অর্থাৎ হজ্জের মাসে ওমরাহ ও হজ্জ একই ইহরামে একত্রিত করা। এটাও কেবল আফাক্বীদের জন্য।
Posted inহজ্ব / ওমরাহ