হযরত জাবের রাজিয়াল্লাহু তা’আলা আনহু বর্ণনা করেন যে, হুজুর আকরাম (সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম) থেকে কখনোই এমনটি হয়নি যে, কিছু চাওয়া হয়েছে আর তিনি বলেছেন “দেবো না”। বরং যদি সম্ভব হতো দিয়ে দিতেন নতুবা সে সময় অবকাশ চেয়ে অন্য সময়ের জন্যে ওয়াদা করে নিতেন। (বুখারী, পৃঃ ৮৯২, মুসলিম পৃঃ ২৫৩ ২য় খন্ড)
Posted inআল হাদিস