মৃত্যুর বিবরণ

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলিয়াছেন —

كُلُّ نَفْسٍ ذَائِكَةُ الْمَوُتِ

“কুল্লু নাফসিন্ জায়িকাতুল মাওত ।” অর্থৎ প্রত্রেক সৃষ্টজীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে ।
নিদৃষ্ট সময় শেষ হইবার সাথে সাথে প্রত্যেকের মৃত্যু উপস্থিত হইয়া জীবন প্রদীপ নিভাইয়া ফেলিবে । এ সম্পর্কে কোরআন মজিদে আল্লাহপাক আরও বলিয়াছেনঃ

اِذَجَاءَاَجْلَهُمْ لاَيَسْتَا خِرُوْنَ سَاَعَةُوَلاَيَسْتَقْدِ مُوْنَ-

অর্থাৎ -মৃত্যুকাল উপস্থিত হইলে একটি মুহূর্তও অগ্র-পশ্চাত হইবে না ।
এই মৃত্যুকে তার নির্দিষ্ট সময় হইতে কিছুকালের জন্য পিচাইয়া দেওয়ার অথবা নির্ধারিত সময়ের কিছু পূর্বে আনয়ন করা কোনটাই সম্ভব নহে । কাজেই ইচ্ছা কি অনিচ্চায়,যেভাবেই হউক আমাদের মনে এই কথা একীন রাখিতে হইবে যে, মৃত্যু অনিবার্য এবং উহার সময়ও সুনির্দিষ্ট ।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply