হযরত ঈসা (আঃ) এর কাছে জনৈক ব্যক্তি বললো, আপনি তো সদ্য মৃত যিন্দা করতে পারেন, তাহলে কোন পুরানো মৃতকে জীবিত করে দেখান। তাঁর দাবীর প্রেক্ষিতে তিনি সামা ইবনে নূহ (আঃ) কে আলাহ্’র হুকুমে জীবিত করলেন। সুতরাং যখন তিনি ক্ববর থেকে উঠলেন, তখন মাথার চুল ও দাঁড়ি সাদা ছিল, হযরত ঈসা (আঃ) জিজ্ঞেস করলেন, এ শুভ্রতা কিভাবে হল ? আপনার সময়ে তো বার্দ্ধক্যতা ছিল না।
তিনি বললেন যে, যে আওয়াজ শুনেছি, এতে মনে করেছি যে, কিয়ামত হয়ে গেছে, তাই এটার ভয়েই চুল সাদা হয়ে গেছে। অতঃপর জানতে চাইলেন যে, আপনার ইন্তেকাল কবে হয়েছিল বললেন, চার হাজার বছর আগে, কিন্তু এখনো মুত্যুর স্বাদ শেষ হয়নি।
সুত্র: তাম্বীহুল গাফেলীন