গরীবদের পাঁচটি বৈশিষ্ট

হযরত ফকীহ আবুল লাইস (রহঃ) বলেন যে, হাদীস শরীফে গরীবদের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে-
১। গরীবদের প্রত্যেক আমলের ছওয়াব ধনীদের চেয়ে বেশী লাভ হয়, (যদিও উভয়ের আমল সমানই হয়)।
২। গরীব যদি দারীদ্রতার কারনে নিজের কোন আশা-আকাংখা পুরণ করতে না পারে, তাহলে তাকে প্রতিদান দেয়া হবে (যদি সে সবর (ধৈর্য ধারণ) করে থাকে।
৩। গরীব ধনীদের আগে জান্নাতে যাবে, (যদিও আমলের মধ্যে উভয়েই সমানে সমান হয়)।
৪। আখেরাতে গরীবের হিসাব সহজ হবে, (মাল-সম্পদের ব্যাপারে গরীব থেকে হিসাবের প্রশ্নই উঠবেনা)।
৫। কিয়ামত দিবসে ধনীদের অপেক্ষা গরীবরা কম লজ্জিত হবে, (সে সময় ধনীরা বলবে – আফছোছ! আমরাও যদি গরীব হতাম)।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply