হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)– এরশাদ করেছেন- অনেক সময় এক দিরহাম সদকা এক লাখ দিরহাম থেকে উত্তম হয়। সাহাবায়ে কেরাম (রাঃ) আরজ করলেন, সেটা কীভাবে? (হে আল্লাহর রাছুল (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)-এরশাদ করেছেন- এক ধনী লোক তার অঢেল ধন-দৌলত থেকে এক লক্ষ দিরহাম সদকা করল, আর এক গরীব যার কাছে মাত্র দু’টি দিরহামই আছে। সে এক দিরহাম আল্লাহ্ তা’আলার জন্যে খরচ করল, তাহলে তার এই এক দিরহাম এক লক্ষ অপেক্ষা উত্তম।
Posted inপরকাল সভাব-চরিত্র