দরিদ্রকে ঘৃণাকারী ব্যক্তি অভিশপ্ত

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, যে ব্যক্তি মালদারকে (তার মাল-সম্পদের কারনে) সম্মান করে এবং দরিদ্রকে (তার দৈন্যতার কারনে) তুচ্ছ জানে, ঘৃণা করে, সে মালউন, অভিশপ্ত।
হযরত আবুদ্দারদা (রাঃ)-এর এরশাদ
হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন যে, আমরা আমাদের মালদার ভাইদের সাথে ইনসাফ করি না, খাওয়া, পান করা, পরিধান করার মধ্যে আমরা সবাই সমান। শুধু এসব বস্তুর ধরনের মধ্যে পার্থক্য। মালদার ব্যক্তি তার অতিরিক্ত মাল ব্যবহার করতে পারে না, তবে হাঁ অবশ্যই দেখতে পায়। যা আমরাও দেখতে পাই, তাদের উপর এটার হেফাজত করার অতিরিক্ত দায়িত্ব আছে, মালের হিসাব নেয়া হবে, আর আমরা তা থেকে নিরাপদে থেকে যাবো।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply