গায়েব হচ্ছে এমন এক আদৃশ্য বস্তু বা বিষয় যা মানুষ চোখ নাক, কান ইত্যাদে দ্বারা উপলব্দি করতে পারে না এবং যা কোন প্রমান ব্যতিরেকে সুস্পষ্টভাবে জ্ঞান ও প্রজ্ঞার পরিধিতেও আসে না । সুতরাং পাঞ্জাবীদের জন্য বোম্বাই গায়েব বা অদৃশ্য নয় । কেননা হয়তো কেউ নিজ চোখে দেখে বা কারো কাছ থেকে শুনে বলেছে যে বোম্বাই একটি শহর । ইহা হচ্ছে ইন্দ্রীয়লব্দ জ্ঞান । অনুরুপ খাদ্য সামগ্রির স্বাদ, সুঘ্রান ইত্যাদি অদৃশ্য নয়, কেননা এগুলো যদিও বা চোখে দেখা যায় না, কিন্তু অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় । পক্ষান্তরে জিন, ফিরিশতা, বেহেশত-দোযখ এখন আমাদের জন্য গায়েব বা অদৃশ্য । কেননা এ গুলোকে ইন্দ্রিয়ের সাহায্যে কিংবা বিনা দলিলে বিবেক-বুদ্ধির দ্বারা অনুভব করা যায় না । -সুত্রঃ জা’আল হক ১ম খন্ড-
Posted inইলমে গায়েব