হিংসুক আল্লাহ্ পাকের মুকাবেলা করে

কোন বিজ্ঞ হাকীম বলেন যে, হিংসুক ব্যক্তি পাঁচ ভাবে আল্লাহ্’র মুকাবেলা করে –
১। সে অন্যজনের উপর আল্লাহ্’র প্রদত্ত নেয়ামত সমূহ ঘৃণা করে (প্রতিদ্বন্ধিতা করে)।
২। স্বীয় হিংসার মাধ্যমে আল্লাহ্ পাকের বন্টন কৃত নেয়ামত সমূহের প্রতি অসন্তষ্টী প্রকাশ করে (সে আল্লাহ্’র বন্টনকে সঠিক মনে করে না)।
৩। সে আল্লাহ্’র করুনা মেহেরবানীর সাথে কৃপনতা করে (অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছে, তার উপরই মেহেরবানী করেন, কিন্তু সে এটা চায় না)।
৪। সে আল্লাহ্’র ওলীকে অপমান করে (অর্থাৎ আল্লাহ পাক যার উপর অনুগ্রহ করেন, সে এটা অবসানের আকাংখা করে, তাই এটা মূলত তাকে অপমান করার শামিল।
৫। সে আল্লাহ্ পাকের দুশমন ইবলীশের সাহায্য করে, (কেননা প্রত্যেকে আল্লাহ্ তা’আলার অনুগ্রহ থেকে বঞ্চিত করা ইবলীশের জীবনের স্বাদ, ও মুখ্য উদ্দেশ্য। তাই তাকে সহায়তা করা হলো।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply