ক’টি চমৎকার উক্তি

হযরত আহনাফ ইবনে ক্বায়স (রহঃ) বলেন যে-
১। হিংসুকের কখনো প্রশান্তি হাসিল হয় না।
২। কৃপনের ভিতর কখনো কোমল হৃদয় হয় না।
৩। সংকীর্ণ অন্তরের অধিকারী মানুষের কোন বন্ধু হয় না।
৪। মিথ্যাবাদীর মধ্যে মানবতা হয় না।
৫। খেয়ানতকারী ব্যক্তি কখনো নির্ভর যোগ্য হয় না।
৬। অসৎ চরিত্রবান ব্যক্তির মধ্যে ভালবাসা হয় না।
কারো উপরই হিংসা করা উচিৎ নয়
হযরত মুহাম্মাদ ইবনে সীরীন (রহঃ) বলেন যে, আমি দুনিয়ার ব্যাপারে কারো উপর কখনো হিংসা করি নাই। কেননা প্রত্যেক ব্যক্তির দু’টি দিক আছে –
১। যদি সে নেক ও জান্নাতী হয়, তাহলে তার উপর কি ভাবে হিংসা করা যায়?
২। আর যদি সে জান্নামী হয়, তাহলে জাহান্নামীর উপর হিংসা করার অর্থই হয় না।

সুত্র: তাম্বীহুল গাফেলীন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply