আকাংখা কম করলে সম্মানিত হবে

ফকীহ আবুল লায়ছ (রহঃ) বলেন, যে ব্যক্তি পার্থিব আশা-আকাংখা কম রাখবে, আল্লাহ্ তা’আলা তাকে চারটি বিষয়ে সম্মানীত করবেন-

১। আল্লাহ তা’আলার এবাদত ও আনুগত্যের উপর স্থায়ীত্ব ও দৃঢ়তা দান করবেন। মরনের বিশ্বাস ও কল্পনার মাধ্যমে মানুষের অন্তরে দুনিয়ার প্রতি অনাসক্তি এবং আখেরাতের প্রতি আসক্তি সৃষ্টি হয়, ফলে সে এবাদত বন্দেগীতে আত্না নিয়োগ করতে পারে।
২। তাঁর পার্থিব চিন্তা-ভাবনা কমে যায় (কারণ এটা সত্য কথা যে, পার্থিব মোহে চিন্তা-ভাবনা বৃদ্ধি পায়, আর দুনীয়ার অনাসক্তিতে হৃদয়ে তৃপ্তি ও প্রশান্তি সৃষ্টি হয়।
৩। অল্প রোজীর উপর তুষ্টি নসীব হয়। (কেননা সব সময় চোখের সামনে মরন উপস্থিত, তাই সে মাল-সম্পদের জালে কিভাবে আটকা পড়তে পারে।)
৪। তাঁর অন্তর উজ্জল করে দেয়া হয়। (কেননা দুনিয়ার প্রতি অনীহায় আল্লাহ্ পাকের জিকির, হালাল-হারামের ফিকির অধিক হয়, আর এতে অন্তর পরিস্কার ও আলোকিত হবেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply