দুনিয়ার মুহব্বত পেরেশানীর কারণ

হযরত হাছান ইবনে আলী (রাঃ) হযরত রাসূলে আকরাম (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) এর উপদেশ বানী বর্নানা করেছেন যে, দুনিয়ার আসক্তি দুশ্চিন্তা পেরেশানী বৃদ্ধি করে এবং অনাসক্তি আত্না ও দেহের শান্তির কারণ হয়। তিনি হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম) – আরো ফরমায়েছেন, আমি তোমাদের ব্যাপারে দারীদ্রতা নিয়ে এতটুকু ভয় করিনা, যতটুকু ধনাঢ্যতার নিয়ে ভয় করি যে, তোমাদের জন্যে দুনিয়া খুলে যাবে (অর্থাৎ বিত্তশালী হয়ে যাবে) আর তোমরা তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় গর্ব ও অহংকারে লিপ্ত হয়ে হালাক ও বরবাদ হয়ে যাবে।

অনুরূপ তিনি হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তা‌‌আলা আলাইহি ওয়া সাল্লাম)  এরশাদ করেছেন, এই উম্মতের পূর্ববর্তী লোকদের সংশোধন পার্থিব মোহ ত্যাগ এবং বিশ্বাসের মধ্যমে হতো, আর পরবর্তী লোকদের ধ্বংস কৃপনতা ও পার্থিব আকাংখার কারনে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply