জুমু‘আর নামায

শুক্রবার যোহরের পরিবর্তে মসজিদে গিয়ে ২ রাক’আত ফরয জামআত সহকারে আদায় করতে হয় এটাই জুম’আর নামায। শুক্রবার জুমুআর নামাযের আযান হলে সাংসারিক সমস্ত কাজ কর্ম নিষিদ্ধ হয়ে যায় এবং জুমু্আর নামাযের জন্য প্রস্তুত হতে হয়।
জুমুআর নিম্নলিখিত নামাযগুলো সম্পন্ন করা হয়-
তাহিয়্যাতুল ওযূ-২ রাকআত, দুখুলুল মসজিদ-২ রাকআত, ক্বাবলাল জুমুআহ-৪ রাকআত, ফরয নামায-২ রাকআত, বাদাল জুমুআহ-৪ রাকআত, সালাতুল ওয়াক্বত-২ রাকআত এবং নফল ২ রকাআত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply