যে যে শর্ত সমূহের কারণে জুমআর নামায পাড়া ফরয হয়
১) মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা হইতে হইবে। মুসাফিরের উপর জুমআ ফরয নহে। আদায় করিলে জোহরের ফরয আদায় হইবে।
২) স্বাধীন ব্যক্তি, ক্রীত দাসের উপর ফরয নহে।
৩) সুস্থ অবস্থায় থাকা।
৪) পুরুষ হওয়া।
৫) বালেগ হওয়া।
৬) চলিবার শক্তি বর্তমান থাকা।
৭) সজ্ঞান হওয়া।
৮) দৃষ্টি শক্তি থাকা।