কাছাকাছি পা রেখে লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি এবং কাঁধ দুটোকে হেলিয়ে দুলিয়ে চলার নাম রামাল। যে তাওয়াফের পর সা’ঈ করা হয় না ওই তাওয়াফে রামাল নেই। হ্যাঁ যে তাওয়াফের পরে সা’ঈ করবে সে তাওয়াফের প্রথম তিন চক্করে রামাল করতে হয়। তিন চক্করের পর রামাল নেই। কোন কারণে রামাল করতে না পারলে কোন অসুবিধা নেই।
Posted inহজ্ব / ওমরাহ