নিম্নলিখিত কারণে হজ্জ ক্বাযা করা ওয়াজিব
১. ওকূফে আরাফাহ বাদ পড়লে।
২. ইহসার বা শরীয়ত সমর্থিত কোন বাধার কারণে ওয়াকূফে আরফাহ থেকে বাধাপ্রাপ্ত হলে।
৩. স্ত্রী সহবাস দ্বারা হজ্জ ভঙ্গ করে ফেললে।
৪. হজ্জের নিয়্যতে ইহরাম করার পর ইহরাম ছেড়ে দিলে।
Posted inহজ্ব / ওমরাহ