হেরেম এলাকায় নিষিদ্ধ কার্যাবলী

শরীয়তের পরিভাষায় এ নিষিদ্ধ কার্যাবলীকে জিনায়ত বলা হয়। অর্থাৎ যে সকল কাজ ইহরাম এবং হেরমের কারণে নিষিদ্ধ হয়ে যায়। ইহরামের কারণে ৮ প্রকারের কর্ম নিষিদ্ধ।
১. সুগন্ধি ব্যবহার করা।
২. সেলাই কৃত কাপড় পরিধান করা।
৩. মাথা এবং মুখমন্ডল ঢেকে ফেলা।
৪. চুলের উকুন মারা।
৫. নখ কাটা।
৬. স্ত্রী সহবাস করা।
৭. হজ্জের কোন ওয়াজিব বাদ দেয়া।
৮. স্থলভাগের কোন পশু শিকার করা।
হেরেমের কারণে নিষিদ্ধ কাজ দুটি
১. হেরম এলাকায় পশু শিকার করা বা সেগুলোকে কষ্ট দেয়া।
২. হেরম এলাকায় ঘাস, বৃক্ষ, লতাগুল্ম কর্তন করা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply