হজ্বের সংজ্ঞা

পবিত্র ক্বোরআনে কারীম এবং হাদীসে নবভী শরীফে হজ্জ শব্দটি ‘হা’ তে যবর ও যের সহকারে অর্থাৎ حَج এবং حِج উভয়রূপে উল্লিখিত হয়েছে। কেউ কেউ বলেন হজ্জ শব্দটি যবর যোগে ‘মাসদার’ (ক্রিয়ামূল) আর যের সহকারে ‘ইসম’ বা বিশেষ্য। আবার কোন কোন মুহাক্বক্বিক্ব বলেন, যবর সহকারে হজ্জ শব্দটি ‘ইসম’ বা বিশেষ্য এবং যের সহকারে হজ্ব শব্দটি ‘মাসদার’ বা ক্রিয়ামূল। হজ্জ শব্দের আভিধানিক অর্থ হলো قَصْدُ الشَّىْءِ الْعَظِيْمِ الْفَخِيْمِ  অর্থাৎ আযীমুশ্বান কোন বিষয় বা বস্তু অর্জনের সংকল্প করা, ইচ্ছা করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ্বের মাসসমূহে ইহরাম পরিধান করে ৯ জিলহজ্জ আরাফাতের ময়দানে অবস্থান করা এবং বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করার সংকল্প করাকে হজ্জ বলা হয়। -সুত্রঃ গাউসিয়া তারবিয়াতী নেসাব-

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply