হযরত হাছান বসরী (রহঃ) বর্ণনা করেন যে, হযরত রাছুলে খোদা (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)- এরশাদ করেছেন- কিয়ামত দিবসে আল্লাহ্ তা’আলা কোন কোন বান্দাহদের কাছে এমন ভাবে ওজর পেশ করবেন…
হযরত ফকীহ আবুল লাইস (রহঃ) বলেন যে, হাদীস শরীফে গরীবদের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে- ১। গরীবদের প্রত্যেক আমলের ছওয়াব ধনীদের চেয়ে বেশী লাভ হয়, (যদিও উভয়ের আমল সমানই হয়)।…
সাহাবায়ে কেরাম হযরত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)- এর কাছে আরজ করলেন, কোন কোন সময় আমাদের কোন জিনিসের আকাংখা হয়, কিন্তু পয়সা না থাকার কারনে সে জিনিস লাভ করতে…
কোন এক চিন্তাবিদ সুন্দর বলেছেন যে, দরীদ্র ব্যক্তি ধনী ব্যক্তিদের জন্যে ধোপা, ডাক্তার, ডাক পিয়ন, রক্ষক দারোয়ান ও সুপারিশ কারী স্বরূপ। ১। ধোপা: এই হিসেবে হয় যে, ধনী লোক গরীবকে…
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, যে ব্যক্তি মালদারকে (তার মাল-সম্পদের কারনে) সম্মান করে এবং দরিদ্রকে (তার দৈন্যতার কারনে) তুচ্ছ জানে, ঘৃণা করে, সে মালউন, অভিশপ্ত। হযরত আবুদ্দারদা (রাঃ)-এর এরশাদ…
জনৈক বিজ্ঞ ব্যক্তি বলেছেন, যে ব্যক্তির মধ্যে চারটি বিষয় পাওয়া যাবে, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। ১। স্বীয় অধীনস্তদের উপর জুলুম ও অতিরঞ্জিত করা ২। পিতা-মাতার নাফরমানী করা ৩।…
হযরত আবু ছাঈদ খুদরী (রাঃ) বলেছেন, সাবধান! অভাব, অনটনের কারনে কখনো অবৈধ সম্পদের প্রতি ধাবিত হবে না। আমি হুজুর আকাদাছ (সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম)- কে এই দোয়া করতে দেখেছি…
আমীরুল মু’মিনীন হযরত ওমর ফারুক (রাঃ) এর নিকট যখন কাদেসিয়া যুদ্ধে বিজয়ী মালে গনীমত আনা হল, তখন তিনি তা উলট-পালট করে দেখতে ছিলেন এবং কাঁদতে ছিলেণ। হযরত আবদুল ইবনে আউফ…